Hanuman Chalisa Bangla with Bangla lyrics

হনুমান চালিশা হল ভগবান হনুমানের উদ্দেশ্যে, হনুমানজির পবিত্র গুনোগান । ১৫ শতাব্দীর বিখ্যাত কবি তুলসীদাস হনুমান চালিশাটি রচনা করেছিলেন আবাধি ভাষায়। কবি তুলসী দাস রামচরিতমানসও রচনা করেছিলেন এবং প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। চালিশা শব্দটি হিন্দি শব্দ চাল্লিশ থেকে গৃহীত। হনুমান চালিশাটি দ্বিপদী শ্লোক এ লেখা। এটি মোট ৪৩ টি ভাগে বিভক্ত যার মধ্যে সূচনায় দুটি দোহা, ৪০ টি চৌপাই এবং একটি দোহা শেষে অবস্থান করেছে।

হনুমান চালিশা দোহা

 

  শ্রী গুরুচরণ সরোজ রজ, নিজ মনু মুকুর সুধারী।

বরণউ রঘুবর বিমল জসুজো দায়কু ফল চারি।।

বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরৌ পবনকুমার।

বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি, হরহু কেলেস বিকার ।।

 

হনুমান চালিশা লিরিক্স

চৌপাই

জয় হনুমান জ্ঞান গুণ সাগর।

জয় কপিস তিহু লোক উজাগর।।১।।

রামদুত অতুলিত বল ধামা।

   অঞ্জনি পবন সূত নামা।।২।।

মহাবীর বিক্রম বজরঙ্গি।

  কুমতি নিবার সুমতি কে সঙ্গী।। ৩।।

 

কাঞ্চনবরন বিরাজ সুবেসা।

 কানন কুন্ডল কুঞ্চিত কেশা।।৪।।

হাত বজ্র ঔর ধ্বজা বিরাজঐ।

কান্ধে মুঁজ জনেউ সাজ ঐ।।৫।।

শঙ্কর সুবন কেশরী নন্দন।

তেজ প্রতাপ মহা জগবন্ধন।।৬।।

বিদ্যাবান গুণী অতি চতুর।

রাম কাজ করিবে কো আতুর।।৭।।

প্রভু চরিত্র সু নিবে কো রসিয়া।

 রাম লখন সীতা মন বসিয়া।।৮।।

সূক্ষ্ম রূপ ধরি সিয়হি দিখাবা।

বিকটরূপ ধরি লঙ্কা জরাবা।।৯।।

ভীম রূপ ধরি অসুর সংহারে।

 রামচন্দ্রকে কাজ সবারে।।১০।।

লায় সঞ্জীবন লখন জিয়ায়ে।

শ্রী রঘুবীর হরষই উর লায়ে।।১১।।

রঘুপতি কিন হী বহত বড়াই।

তুম মম প্রিয় ভরতহি সম ভাই।।১২।।

সহস বদন তুমহর যশ গাবৈ। 

অস কহি শ্রীপতি কণ্ঠ লাগাবৈ ।।১৩।।

সনকাদিক ব্রহ্মাদি মুনীসা।

নারদ সারদ সহিত অহিসা।। ১৪।।

যম কুবের দিগপাল জহা তে।

কবি কোবিদ কাহি সকে কহা তে।।১৫।

তুম উপকার সুগ্রীবহি কিনহা।

রাম মিলায় রাজ পদ দিনহা ।।১৬।।

তুমহারো মন্ত্র বিভীষণ মানা।

লঙ্কেশ্বর ভএ সব জগ জানা।।১৭।।

যুগ সহস্র যোজন পর ভানু।

লিল্য তাহি মধুর ফল জানু।।১৮।

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি।

জলধি লাঘি গয়ে অচরজ নাহি।।১৯।।

দুর্গম কাজ জগতকে যেতে।

  সুগম অনুগ্রহ করে তুমহরে তেতে।।২০।।

রাম দুয়ারে তুম রখবারে।

হোত না আজ্ঞা বিনু পইসারে।।২১।।

সব সুখ লহই তুমহারী সরনা।

তুম রচ্ছক কাহু কো ভর না।।২২।।

আপন তেজ সমাহারো আপই। 

তীনো লোক হাঁক তে কাঁপই।। ২৩।।

ভূত পিশাচ নিকট নহি আবই।

 মহাবীর জব নাম সুনাবই।।২৪।।

নাসই রোগ হরই সব পীরা

জপত নিরন্তর হনুমদত বীরা।।২৫।।

সংকট তে হনুমান ছড়াবৈ।

 মন ক্রম বচন ধ্যান জো লাবৈ।।২৬।।

সব পর রাম তপস্বী রাজা

তিন কে কাজ সকল তুম সাজা ।।২৭।।

ঔর মনোরম জো কই লাবৈ।

সেই অমিত জীবন ফল পাবৈ।।২৮।।

 

চারো যুগ পরতাপ তুমহারা।

হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা ।।২৯।।

সাধুসন্ত কে তুম বারে।

অসুর নিকন্দন রাম দুলারে।।৩০।।

অষ্ট সিদ্ধি নৌ নিধি কে দাতা।

অস বর দান জনকী মাতা।।৩১।।

রাম রসায়ন তুমহারে প্যাসা।

সদা রহো রঘুপতি কে দাসা।।৩২।।

 

তুমহারে ভজন রাম কো পাবৈ।

জনম জনম কে দুখ বিসরাবৈ।।৩৩।।

অন্তকাল রঘুবরপুর জাই।

জহা জন্ম হরিভক্ত কহাই।।৩৪।।

ঔর দেবতা চিত্ত না ধরই।

হনুমত সেই সর্ব সুখ করই।। ৩৫।।

সংকট কাটঐ মিটই সব পীরা।

জো সুমিরই হনুমত বলবিরা।।৩৬।।

জই জই জই হনুমান গোঁসাই।

কৃপা করহু গুরু দেব কী নাই।।৩৭।।

 

জো শতবার পাঠ কর কোই।

ছুটহি বন্দি মহাসুখ হোই।।৩৮।।

 

জোয়হ পরই হনুমান চালিশা।

হোয় সিদ্ধ সাখী গৌরিসা।।৩৯।

তুলসী দাস সদা হরি চেরা।

কীজই নাথ হৃদয় মহ ডেরা।।৪০।।

পবন তনয় সংকট হরণ,

 মঙ্গল মূরতীরূপ

রাম লক্ষণ সীতা সহিত,

 হৃদয় বসহু সুর ভূপ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *